আটক সোহেল ময়মনসিংহ সদর উপজেলার সম্ভুগঞ্জ এলাকার মৃত মাইনুল ইসলাম ওরফে মিজানুর রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার এসআই মো. মোফাজ্জেল হোসেন বৃহস্পতিবার দুপুরে যশোর টাউন হল মাঠ থেকে তাকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা একটি বস্তা থেকে উদ্ধার করা হয় বিভিন্ন অপারেটরের ২৬টি সিমকার্ড (যার মধ্যে ২টি সচল ও ১টি ভারতীয়), একটি ভারতীয় মেট্রোরেল স্মার্ট কার্ড, রিতুরম্ভা সরকার নামের এক নারীর ভারতীয় এসবিআই ব্যাংকের গ্লোবাল ভিসা কার্ড, আসিফ খান লেখা ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিসহ একাধিক জিনিসপত্র।
পুলিশের ধারণা, আটক ব্যক্তির কথাবার্তা ও আচরণে স্পষ্ট হচ্ছে—তিনি সরকারকে বিপদে ফেলতে কোনো ধরনের গুপ্তচরবৃত্তি বা বড় ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।
ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে সাইফুল ইসলাম এবং ময়মনসিংহের বাসিন্দা বলে দাবি করেন। তবে অনুসন্ধানে জানা যায়, ওই এলাকায় এমন কোনো ব্যক্তি নেই। পরে যশোরের এক ইজিবাইক চালকের মাধ্যমে তার আসল নাম সোহেল এবং কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির স্বজনদের ডেকে পাঠানোর চেষ্টা করা হলেও কেউ সামনে আসেননি। তাই সন্দেহজনক কার্যকলাপের কারণে বৃহস্পতিবার বিকেলে কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।